আ.লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: আসিফ মাহমুদ

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে গণহত্যার জন্য শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে বলে জানিয়েছেন করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি তাদেরকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।’
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে দরকার।’
আসছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে।
এমএ//