জাতীয়

চীনের ভিসা পাওয়া যাবে এক দিনেই, যোগাযোগ করবেন যেখানে

এক সময় চিকিৎসাসেবা পেতে ভারত যেতো বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ সরকার পতনের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশির জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ভারত। যদিও পরে সীমিত পরিসরে ভিসা চালু করে ভারত। তা পেতে অনেক বেগ পেতে হয়।

এ অবস্থায় চিকিৎসাসেবা দিতে এগিয়ে আসে চীন। দেশটির কুনমিং প্রদেশে বাংলাদেশিদের জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ দেয়া হয়। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানালেন, বাংলাদেশি রোগীদের এক দিনের মধ্যে ভিসা দেওয়া হবে।

ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।

তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত। তবে এ ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রকল্পটি মূল্যায়ন করার পর ২০২৩ সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায়, প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত। কিন্তু তারপর থেকে আমরা এখনও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি।’

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন