আন্তর্জাতিক

ইসরাইলের জন্য অপেক্ষা করছে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি!

অক্টোবরের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে। অন্যথায় সামরিক ব্যবস্থা। যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্রমাগত এসব হুমকিকে মাথায় রেখে ইরান তলে তলে প্রস্তুতি নিচ্ছে। হামলা হলে হবে পাল্টা হামলা। ইরানি এই অপারেশনের নাম হবে অপারেশন ট্রু প্রমিস থ্রি।     

গেলো সপ্তাহে গোয়েন্দা সূত্রের বরাতে ইরানের পরমাণু কর্মসুচিতে ইসরাইলের সম্ভাব্য হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাদধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা ভঙ্গুর । এই সুযোগ নিয়ে পরমাণু কর্মসুচি পন্ড করতে ইরানে চলতি বছর হামলা চালাতে পারে ইসরাইল।

আর সৌদি সংবাদমাধ্যম আল হাদাদ তো ইরানে হামলার দিনক্ষণ অনেকটা ঘটা করে প্রকাশ করেছে। ইউরোপিয়ন জৈষ্ঠ এক কুটনীতিকের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পরমাণূ কর্মসুচি অবশ্যই অক্টোবরের মধ্যে বন্ধ করতে হবে। নতুবা যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে তেহরানে হামলা চালাবে ইসরাইল।  

যুক্তরাষ্ট্র-ইসরাইলের এই সম্ভাব্য হামলার পরিকল্পনা অবশ্য ইরানের সামরিক বাহিনীতে ইতোমধ্যে পৌঁছে গেছে। ফলে বেশ জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে ইরানের শক্তিশালী রেভ্যুলুশনারী গার্ড, আইআরজিসি। বাহিনীটি জেষ্ঠ ও প্রভাবশালী কমান্ডার আলি ফাদাবির কন্ঠে তা টের পাওয়া গেছে।

ইরানি এই কমান্ডার বলেছেন, শত্রুর হুমকি কীভাবে মোকাবিলা করতে হয়, ইসলামিক রিপাবলিক ইরান জানে। গেলো বছরে এপ্রিল ও অক্টোবরে আমরা ইসরাইলে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি। আর আমাদের পরবর্তী অপারেশন ট্রু প্রমিস থ্রি সঠিক সময়ে পরিচালিত হবে।

গেলো বছরের ১৩ এপ্রিল ইসরাইলে প্রথমবারের মত সরাসরি আঘাত করে ইরান। অপারেশন ট্রু প্রমিস ওয়ান নামের এই হামলায় ব্যবহার করা হয় তিন শতাধিক ক্ষেপণাস্ত্র। আর ওই বছরের অক্টোবরে ইসরাইলে প্রায় দুই মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এই হামলার নাম দেয়া হয় অপারেশন ট্রু প্রমিস টু।    

গেলো বছর এসব হামলা পাল্টা হামলার পর ইরান-ইসরাইল পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে আসে। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারি ট্রাম্প ক্ষমতা নেয়ার পর তেহরান- তেল আবিবের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। ইসরাইলি ইন্ধনে ইরানের পরমাণু কর্মসূচি থামাতে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে দেশটির রাজস্ব আদায়ের সবচেয়ে গুরুত্বপুর্ণ মাধ্যম তেল নেট ওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

 

এনএস/ 

  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন