আলোচনা-সমালোচনার পর করাচিতে উড়ছে ভারতের পতাকা
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিন করাচিতে দেখা গেল ভারতের পতাকা। পাকিস্তান ও নিউজিল্যান্ড যখন উদ্বোধনী ম্যাচ খেলছে, তখন অন্য দলগুলোর পতাকার সাথে ভারতীয় পতাকাও উড়তে দেখা যায়।
ভারতীয় পতাকা উড়তে দেখাই স্বাভাবিক কিন্তু এবারের বিষয়টি ছিল আলাদা। দুই দিন আগেই যখন করাচিতে সব দলের পতাকা উড়ছে, তখন ভারতের পতাকা সেখানে দেখা যায়নি। যা নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা।
ভারতীয় দল ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফর করে না। এক যুগের বেশি সময় হয়ে গেছে দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। এরমধ্যে কেবল এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ খেলেছে ভারত ও পাকিস্তান।
চলতি বছর পাকিস্তানের আয়োজনেই পুরো চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়। এতে করে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে নির্ধারণ করে আইসিসি। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে।
এমএইচ//