আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুই বিমানের মধ্যে সংঘর্ষের পর অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা যায়, ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) জানিয়েছে বুধবার সকালে রানওয়ে ১২-এর উপরে উঠার সময় সেসনা ১৭২এস এবং ল্যাংকেয়ার এমকে ২২ মডেলের দুইটি ছোট বিমানের সংঘর্ষ হয়।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মারানা আঞ্চলিক বিমানবন্দরের তত্ত্বাবধায়ক গ্যারেন বিম জানায়, এমন নজিরবিহীন ঘটনায় মারান পুলিশ বিভাগ ও নর্থওয়েস্ট দমকল বিভাগ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।

মারানা পুলিশ বিভাগ দুইজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। প্রতিটি বিমানে দুইজন করে আরোহী ছিলেন। তবে বাকি আরোহীদের অবস্থা কেমন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

পরবর্তী তদন্তের জন্য আপাতত বিমানবন্দরটি বন্ধ রেখেছে পুলিশ বিভাগ

 

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়। সেইসময় বিমান ও হেলিকপ্টারে থাকা ৬৭জনই নিহত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন