বিনোদন

লাল বেনারসিতে নদীর ধারে আলতা পায়ে জয়া

ছবি: সংগৃহীত

ওয়েস্টার্ন থেকে বাঙালী, সব সাজেই ভক্তদের নজরকাড়েন জয়া আহসান। কখনো পশ্চিমা পোশাকে আবেদনময় উপস্থাপনে দেখা যায় তাকে, আবার কখনো বাঙালীর ঐতিহ্যে উষ্ণতা ছড়াতে দেখা যায় তাকে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ দাস রিশভের স্টাইলিংয়ে লাল সবুজের অনবদ্য লুকে দেখা যায় অভিনেত্রী জয়া আহসান কে।

দিন কয়েক আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে নদীর পাড়ে হাতে ধুপ-ধোঁয়া নিয়ে দেখা যায় তাকে।

সেদিনের ফটো-শুটেরই ছবিগুলো আর একটু খোলামেলা ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, 'আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।'

ছবিতে দেখা যায় নদীর পাড়ে আলতা পায়ে সিঁড়িতে ফেলা আবির পা দিয়ে নাড়ছেন তিনি, ভিজিয়াছেন নদীর পানি দিয়ে।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন