টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে বোলিংয়ে পাঠিয়েছে টিম টাইগার।
বাংলাদেশ একাদশে থাকছেন; নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, নাসুম হাসান, তানজিদ হাসান, তানজিদ হাসান।
ভারতের একাদশে থাকছেন; রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিং, হর্ষিত রানা, ঋষভ ভারদান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রাহুল (উইকেটরক্ষক)। চক্রবর্তী।
১৯৮৮ সালের অক্টোবরে প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দু'টি এশিয়ান দেশ সেই সময় থেকে এই ফরম্যাটে ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৩২ বার জিতেছে। ৮ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। তবে শেষ পাঁচ ম্যাচে ৩ জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
এমএ//