প্রান্তিক মানুষের গল্প নিয়ে এবার বড় পর্দায় জয়া
দু’বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আসছে ১৯ সেপ্টেম্বর। ছবিটি মূলত সমাজের প্রান্তিক মানুষের সংগ্রাম ও সাহসের গল্প তুলে ধরে হয়েছে।
বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার এই সিনেমার মুক্তি সাময়িকভাবে পিছিয়েছে প্রেক্ষাগৃহ সংক্রান্ত জটিলতার কারণে। এছাড়া সামনেই দুর্গাপূজার উৎসব যা সিনেমার জন্য দর্শকপ্রিয় মুহূর্ত তৈরি করবে বলে প্রযোজকরা আশাবাদী।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম বাস্তব লোকেশনে শুটিং করেছেন, ফলে সিনেমার বাস্তবতা আরও স্পষ্ট। জয়া আহসান বলেন, “আমাদের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে যে সংগ্রামী শক্তি আছে, তার প্রতিফলন ঘটেছে আমার চরিত্রে। পুরো টিমের সহযোগিতা ছাড়া শুটিং সম্ভব হতো না।”
বর্তমানে কলকাতায় থাকা জয়া সপ্তাহের মধ্যেই ঢাকায় ফিরে সিনেমার প্রচারণায় অংশ নেবেন। নির্মাণের পর থেকেই ফেরেশতে আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে জাতীয় পুরস্কার জিতেছে মানবিক বার্তার জন্য। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এর উদ্বোধনী ছবি হিসেবেও এটি প্রদর্শিত হয়েছে।
প্রযোজক সুমন ফারুক বলেন,“বিদেশে যেমন ছবিটি প্রশংসিত হয়েছে, এবার দেশের দর্শকও প্রান্তিক মানুষের গল্পের সঙ্গে সংযোগ অনুভব করবেন।”
চিত্রনাট্য রচনা করেছেন মুমিত আল-রশিদ। প্রধান অভিনয়শিল্পী হিসেবে জয়া আহসান, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী আছেন।
এসকে//