‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন জয়া আহসান

২০২৫ সালের ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে বাজিমাত করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেলো সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনে রেড কার্পেটে এসে সকলের নজর কেড়েছেন তিনি। জয়া এই পুরস্কার পেয়ে ফিল্মফেয়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে তার আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন, "এই পুরস্কার আমার যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা।"
এছাড়া জয়া আহসান 'ভূতপরী' সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। এটি তার সপ্তম মনোনয়ন।তার সংগ্রহে ইতোমধ্যেই আরও চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে। এবার পঞ্চম অ্যাওয়ার্ডটি অর্জন করার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এ বছর আরও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
এসকে//