দেশের সর্বোচ্চ করদাতার তালিকায় অমিতাভ বচ্চন

২০২৪ সালে ভারতের সর্বোচ্চ করদাতার তালিকায় নাম উঠেছে অমিতাভ বচ্চনের। তিনি আয় করেছেন প্রায় ৩৫০ কোটি টাকা এবং তার বিপুল আয় থেকে কর দিয়েছেন ১২০ কোটি টাকা। গেলো বছর এই খেতাব ছিল শাহরুখ খানের ঝুলিতে তবে এবার অমিতাভ বচ্চন তাকে পিছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন।
২০২৩ সালে শাহরুখ খান প্রায় ৯২ কোটি টাকা কর দিয়েছিলেন। তবে ২০২৪ সালে অমিতাভ তার আয় ও করদানের পরিমাণের দিক দিয়ে তাকে ছাড়িয়ে গিয়েছেন।
অমিতাভ বচ্চন ২০২৪-২৫ অর্থবর্ষে কর দিয়েছেন ১২০ কোটি টাকা, যা প্রমাণ করে তার আয়ের বিপুল পরিমাণ বৃদ্ধি।
তিনি ২০২৪ সালে একাধিক বড় ছবির পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন । ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সঞ্চালক ছিলেন তিনি। ২০২৪ সালে অমিতাভ নতুন বাড়ি ও জমি কিনেছেন। মুম্বইয়ে একাধিক ফ্ল্যাটের পাশাপাশি অযোধ্যায় ৫৪,৪৫৪ বর্গফুটের একটি জমি কিনেছেন তিনি। তবে এখন ৮২ বছর বয়সে তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে দেশের শীর্ষস্থানে পৌঁছেছেন।
এসকে//