আন্তর্জাতিক

গাজা ইস্যুতে ট্রাস্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আমিরাত

ছবি: সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। 

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল ইত্তেহাদ এই তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যূত করার যে কোন প্রচেষ্টা’ প্রত্যাখ্যান করে তার দেশ। একই সঙ্গে গাজায় সংঘাত বন্ধ করার বিষয়ে জোর দিয়েছেন প্রেসিডেন্ট নাহিয়ান। গেলো বুধবার (১৯ ফেব্রুয়ারি) রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই সিদ্ধান্ত জানান।

হামাস নেতারা বলেছেন, তাদেরকে নিরস্ত্রীকরণ কিংবা অপসারণের যেকোনো প্রচেষ্টা সম্পর্কে সিদ্ধান্ত অবশ্যই ফিলিস্তিনিদের ঐকমত্যের মাধ্যমে নিতে হবে।

 

ইসরাইলকে উদ্দেশ্য করে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজা থেকে হামাসকে বিতাড়িত করার চিন্তা ‘নির্বোধ মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়া বা নিরস্ত্রীকরণ অগ্রহণযোগ্য।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন