আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে সাত পর্যটক নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে বন্দুকধারীরা সাতজনকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় বুধবার দিনগত রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এই হত্যাকান্ড ঘটে।  

পর্যটকবাহী বাসটি পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল।

বেলুচ পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়,  বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর তারা পাঞ্জাব প্রদেশের যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি।

 এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন