শিক্ষা

শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

ছবি: সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষাভবন অভিমুখে যাত্রা করলে কদম ফোয়ারা মোড়ে  পুলিশ তাদের আটকে দেয়।

জানা যায়, বাধার পরে পুলিশের সঙ্গে শিক্ষকদের বাগবিতণ্ডা হয়। আন্দোলনকারীরা কদম ফোয়ারার সামনে দাবি-দাওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষাভবনের সামনে যেতে না পেরে তারা রাস্তায় বসে পড়েন তারা। এতে ওই এলাকায় সাময়িক যানযট সৃষ্টি হয়।

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে ছয়জন জন শিক্ষক প্রতিনিধি সচিবালয়ে যান। এরপরে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে আসেন।

গত পাঁচ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।  

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন