১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
আবারও কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে মাছ ধরার সময় ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) । এসময় জেলেদের ৪ টি ট্রলারও ধরে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এবং নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফে ফেরার পথে আজও তাদের ঘাটের মাছ ধরার দুটি ট্রলারসহ নয়জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। এর আগে ধরে নিয়ে যাওয়া ছয় জেলেকে এখনও ছেড়ে দেয়নি। এ ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এটির সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
মাঝপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর বলেন, তার ঘাটের দুটি নৌকার মো. কালাইয়া এবং জাফর আলমের মালিকানাধীন নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা নাফ নদে মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করে ধরে নিয়ে যায়।
টেকনাফের ইউএনও জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।
আই/এ