রাজনীতি

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

ছবি: সংগৃহীত

আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এ বাংলাদেশের ২৪ এর স্পিরিটকে ধারণ করে ৫২ ও ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। বললেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম  বলেন, আমারা মনে করি ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল। তাদের খুব বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি

তিনি বলেন, ৫২র মতই একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র জনতা যোগ করা রাজপথে নেমেছে, তখন আবারও  বাধা দেয়া হয়েছে। যৌক্তিক দাবিতে গর্বিত উত্তরসূরীদের মতো তারা আবারও রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছেনখুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেছাত্র জনতা যৌক্তিক দাবি আদায় করে নিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বায়ান্ন সালে ভাষার দাবিতে লড়াই করেছিলাম। কিন্তু বাংলাদেশে বর্তমানে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা রয়েছে, সব জাতিগোষ্ঠী এবং ভাষাগুলোকে সংরক্ষণ, অধিকার দেওয়ার, শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশে যত দূতাবাস আছে, সেখানে বাংলা হাউজ কৃষ্টি কালচার চালু করার

সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন বলেন, আমরা সারা দেশের মানুষের কাছে আবেদন জানাবো, বায়ান্ন, একাত্তর, সাতচল্লিশ কিংবা চব্বিশ- প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। বাংলাদেশে কোনও হানাহানি, মারামারি থাকবে না। বায়ান্ন, একাত্তর, চব্বিশের চেতনাকে ধারণ করে, সুন্দর, সাম্য, সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ আমাদের চাওয়া

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন