খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি

কামিন্স-স্টার্কদের ছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে লড়ছে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৬০ রানে অবস্থান করছে। 

অস্ট্রেলিয়া দলকে দেখে কিছুটা নতুন মনে হতে পারে। পরিচিত অনেক ক্রিকেটার নেই একাদশে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ছাড়া অজিদের বোলিং লাইনআপ দেখতেও অদ্ভুত লাগছে। তবে এই লাইন-আপ নিয়েই ইংল্যান্ডকে মাঠে বেশ ভালো চ্যালেঞ্জ দিচ্ছে অস্ট্রেলিয়া।

ওপেনার ফিল সল্টকে বিদায় করেছেন বেন দারউইশ। মাত্র ১০ রানে বিদায় নেয়া সল্টের ক্যাচটি দারুণভাবে তালুবন্দি করেছেন অ্যালেক্স ক্যারি। ক্যারি নিয়েছেন আরও একটি ক্যাচ। এই ক্যাচটি ছিল জেমি স্মিথের। স্মিথ ১৩ বলে ১৫ রান করে বিদায় নেন। এই উইকেটও নিয়েছেন দারউইশ।

ইংল্যান্ড দলীয় ৫০ রান পূরণের আগেই ২ উইকেট হারিয়ে বসে। এখন ক্রিজে আছেন ওপেনার বেন ডাকেট ও জো রুট।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন