খনিজ চুক্তির কাছাকাছি ইউক্রেন-যুক্তরাষ্ট্র: ট্রাম্প
খনিজ সম্পদ থেকে রাজস্ব ভাগাভাগি করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করেছে ইউক্রেন। এমনটি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের উপকণ্ঠে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এক সমাবেশে ট্রাম্প এ কথা জানান।
সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট জানান, খনিজ চুক্তির ব্যাপারে ওয়াশিংটন ও কিয়েভ খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
ট্রাম্প বলেন, ‘রুশ আক্রমণকারীদের প্রতিহত করার জন্য ওয়াশিংটন ইউক্রেনকে যে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে তা পুনরুদ্ধার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।’
সূত্র: রয়টার্স
এমএ//