খেলাধুলা

বাংলাদেশকে সমীহ করছেন স্যান্টনার, বললেন 'ভারসাম্যপূর্ণ দল'

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জন্য ডু-অর-ডাই পরিস্থিতি তৈরি করবে। অন্যদিকে ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালে ওঠার পথ সহজ হয়ে যাবে কিউইদের জন্য।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

স্যান্টনার বাংলাদেশকে নিয়ে বলেন, আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি। দুদল সম্পর্কে একে অপরের জানা বোঝা আছে।

বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণ নিয়ে কথা বলেন কিউই অধিনায়ক,বাংলাদেশ খুব ভালো দল। আগে থেকে তাদের স্পিন বিভাগ খুব ভালো। এখন তাদের পেস আক্রমণও অনেক ভালো। তাসকিন অনেক দিন ধরেই ভালো করছেন। ফিজ (মোস্তাফিজুর রহমান) কী করতে পারেন আমরা জানি। এখন তাদের দলে রানার (নাহিদ রানা) মতো পেসার আছে।

বাংলাদেশের অন্য খেলোয়াড়দের নিয়েও কথা বলেন স্যান্টনার, রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার পেয়েছে তারা। সাকিব না থাকলেও মেহেদীর মতো ক্রিকেটার আছে। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সঙ্গে দরকার পড়লে কিছু ওভার বোলিংও করতে পারবে। জাকের আলী এসেছে। তাদের ভারসাম্যপূর্ণ দল। তারা নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে। আশা করছি, সেটা আমাদের বিপক্ষে হবে না।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এই মাঠের পিচ নিয়ে স্যান্টনার বলেন, উইকেট ফ্লাট হবে। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। ২০০ রানের উইকেট নয়, ৩০০ রানের অধিক করতে হবে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন