জাতীয়

ছিনতাই রোধে মাঠে নামছে পুলিশের ৩ বিশেষ বাহিনী: আইজিপি

ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, দেশে দিনে-রাতে ছিনতাই বেড়ে গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট দ্রুতই মাঠে নামবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি)  রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, ছিনতাই প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে টহল দেবে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আজ থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রয়োজনে নতুন কৌশলও গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ মূলত সমাজবিরোধী ও সন্ত্রাসীদের দমনের জন্য পরিচালিত হচ্ছে। এ অভিযানে বড় অপরাধী ও চোরাকারবারিরা ধরা পড়ছে।

বাহারুল আলম জানান, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন