নিজেই বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবিন

গেলো ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন মেহজাবিন-রাজিব জুটি। এতদিনেও দেখা মিলেনি তাদের ছবি। তবে আজ (২৪ ফেব্রুয়ারি) তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন নিজেই ছবি পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে লিখেছেন, ১৩ বছর আগে তার সাথে প্রথম দেখা হয়েছিলো। প্রথম দেখাতে আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম। তখন সে বিদায় নেওয়া সময় মনে হয়েছিলো, আমার হৃদয়ের একটা অংশ সে নিয়ে যাচ্ছে।
কথিত আছে ৭ বছরের বন্ধুত্ব নাকি সারাজীবন অক্ষুণ্ণ থাকে, কিন্তু আমরাতো প্রায় এর দ্বিগুণ সময় একসাথে কাটিয়েছি।
১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ আমরা সারাজীবনের জন্য বন্ধনে আবদ্ধ হয়েছি। একসাথে হাতে হাত রেখে পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। রাজীবকে আমি আজীবনের জন্য বেস্টফ্রেন্ড হিসাবে নির্বাচন করেছি।
আমাদের এই নতুন অধ্যায়ে আজীব একসাথে হাসিখুশি থাকার জন্য আপনাদের ভালোবাসা ও প্রার্থনা চাই।
ছবি প্রকাশের ৫০ মিনিটের ব্যবধানে প্রায় দেড় লক্ষ রিঅ্যাক্ট পড়েছে। আশফাক নিপুন, আয়েশা মনিকাসহ আরও অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
এমএ//