গাজা নিয়ে আলোচনা স্থগিত; পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠালো ইসরাইল
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরাইল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, গাজা নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আলোচনা স্থগিত করায় অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসরাইল সরকার।
ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান এক টুইট বার্তায় উল্লেখ করেন, নেতানিয়াহু বন্দিদের মুক্তি স্থগিত করার আদেশ দিয়ে যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। নেতানিয়াহুকে সতর্ক করে গোলান আরও বলেন, চুক্তি ধ্বংস করলে সবকিছু ফের অগ্নিগর্ভ হয়ে উঠবে।
নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচক হিসেবে পরিচিত গোলান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলি ভাইবোনদের খেসারত দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার পদে থাকতে দেবে না বিরোধী দল।
দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠানো কারণে ৪০ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এমএ//