বিএনপি

শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগের পদ পেয়েছিলেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় ছাত্রশিবির বলে ছাত্রদলের ভেতর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে।  আমরা এটাও জানি শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগের ভেতর অবস্থান করে অনেক পদপদবিও পেয়েছিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন

রিজভী বলেন,  একাত্তরের পূর্ববর্তী সময়ে নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান তাদের রাজনীতির সুযোগ দিয়েছিল। এখন তারাই সুযোগ পেলে পেছন দিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে।

তিনি বলেন, ‘আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত এ সরকার, তাদের পুনর্বাসনের জন্য বড় ধরনের পদক্ষেপ দেখলাম না।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে। হ্যাঁ,সবাই যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে তাহলে করতে পারে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলা হচ্ছে তাদের রক্তের ঋণ পরিশোধ করা উচিত।

তিনি আরও বলেন,  ২০০৭ সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, ২৪ এ এসে সেটার সমাপ্তি হয়েছে। বাংলাদেশের যতো সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনটাই বন্ধ হবে না।

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে শ্রমিকরা নেমেছেন, যারা এক দিন রিকশা চালাতে না পারলে তাদের ছেলে-মেয়ে, স্ত্রী পরিবারের ভাত হবে না। তাদের আত্মদানকে এতো ছোট করে দেখছেন কেন? সেটার জন্য তো কর্তব্য ছিল বেশি। যে রিকশাচালক, ভ্যানচালক মারা গেছেন সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে তো আসতে দেখলাম না

এ সময় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন