দেশজুড়ে

সাজেকের আগুনে পুড়েছে অর্ধশতাধিক রিসোর্ট

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। চার ঘণ্টার চেষ্টা সত্ত্বেও এখনো তা নিয়ন্ত্রণে আসেনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি কানন সরকার।

স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানিয়েছে, একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।

ওসি কানন সরকার জানান, এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন