ক্রিকেট

ফিরে গেলেন শান্ত ধুঁকছে বাংলাদেশ

শুরু থেকে একের পর এক উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত।  তবে ১১০ বলে ৭৭ রান করে ফিরে গেছেন তিনিও।  ও’রুর্কের বলে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছেন শান্ত। দৌড়ে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তের পেছনে ক্যাচটা নিয়েছেন ব্রেসওয়েল।

সেই সাথে ১৬৩ রানের মাথায় ৬ উইকেট হারালো বাংলাদেশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিলো বাংলাদেশ। তবে দলীয় ৪৫ রানে ২৪ বলে ২৪ রান করে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম।  তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ।  ১৪ বলে ১৩ রান করে আউট হন তিনি।

দলীয় ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।  ২৪ বল খেলে মাত্র ৭ রান করে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়।  শান্তকে সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমও।  ৫ বল খেলে মাত্র ২ রান করেন তিনি।  চার উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ৭১ বলে অর্ধশতক তুলে নেন শান্ত।

ক্রিজে থিতু হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও।  ৪ বলে ১৪ রান করে ফিরে যান এই অভিজ্ঞ ক্রিকেটার। রিয়াদের বিদায়ের পর ফিরে যান এক প্রান্ত আগলে ব্যাটিং চালিয়ে যাওয়া শান্ত। ফেরার আগে টাইগার অধিনায়কের ১১০ বলে ৭৭ রানের ইনিংসে চার ছিল ৯টি। স্ট্রাইক রেট ৭০।

দলীয় ১৯৬ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ।  ২৫ বলে ২৬ রান করে ফিরে গেছেন রিশাদ হোসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০২ রান।

 

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন