কব্জি কাটা গ্রুপের টুন্ডা বাবুসহ ৮ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মাদপুরে কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ীও কিশোর গ্যাং লিডার টুন্ডা বাবু-রিফাতসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এসময় তাদের কাছ থেকে মাদক ও বেশ কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-২ ব্যাটেলিয়নের সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটেলিয়নটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি জানান, সাভার থানাধীন হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং এলাকায় একটি বিল্ডিং এর ৩য় তলার ফ্ল্যাট (১নং আসামি মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু (৩১) এর বর্তমান ভাড়া বাসার মধ্যে) কতিপয় মাদক ব্যবসায়ী মাদকসেবীদের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব-২ এর আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামিদের গ্রেপ্তার করে র্যাব।
এ র্যাব কর্মকর্তা বলেন, একইদিনে র্যাব-২ এর আর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে একদল সশস্ত্র যুবক ডাকাতির উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় একত্রিত হয়েছে। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় সদস্য আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ার গ্রুপের ৫ জন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত টুন্ডা বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সে ও তার গ্যাংয়ের লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে এবং রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঢাকায় সে গাড়ির হেলপার হিসেবে কাজ করে। পরবর্তীতে একটি প্রতিষ্ঠানে চাকুরি করার সময় আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে এবং আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হয়। সে কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই,হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন, ‘কব্জিকাটা গ্রুপ’ এর সদস্য সাকিব মৃধা (২২), মো. রিয়াজ সরদার (২১), মো. শাকিল (২৫), মো. মনিরুল হাসান ওরফে গুটি হাসান (২৫), মো. সুমন হক (২৪) ও মো. লামিম (২০)।
আই/এ