ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে অল্প সংগ্রহ বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।  প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ বড় করতে পারেনি টাইগাররা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিলো বাংলাদেশ। তবে দলীয় ৪৫ রানে ২৪ বলে ২৪ রান করে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম।  তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ।  ১৪ বলে ১৩ রান করে আউট হন তিনি।

দলীয় ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।  ২৪ বল খেলে মাত্র ৭ রান করে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়।  শান্তকে সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমও।  ৫ বল খেলে মাত্র ২ রান করেন তিনি।  চার উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ৭১ বলে অর্ধশতক তুলে নেন শান্ত।

ক্রিজে থিতু হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও।  ৪ বলে ১৪ রান করে ফিরে যান এই অভিজ্ঞ ক্রিকেটার। রিয়াদের বিদায়ের পর ফিরে যান এক প্রান্ত আগলে ব্যাটিং চালিয়ে যাওয়া শান্ত। ফেরার আগে টাইগার অধিনায়কের ১১০ বলে ৭৭ রানের ইনিংসে চার ছিল ৯টি। স্ট্রাইক রেট ৭০। দলীয় ১৯৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।  ২৫ বলে ২৬ রান করে ফিরে যান রিশাদ হোসেন।

 

শেষদিকে জাকের আলী অনিক রান তোলার চেষ্টা করলেও ৫৫ বলে ৪৫ রান করে রান আউট হন তিনি।  এরপর তাসকিন ১০ রান করে আউট হলে ২৩৬ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। 

এ সম্পর্কিত আরও পড়ুন