স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি রয়েছে : হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণ-আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে আমরা কাজ করছি।’
কোন নির্বাচন আগে হবে এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন ব্যবস্থায় তেমন ভালো স্মৃতি নেই। সংসদ সদস্যদের অপ্রত্যাশিত একটি বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার জাতীয় নির্বাচন দেয়ার সক্ষমতা অর্জন করেছে কিনা সেটি দেখার জন্য তারা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত।
তিনি আরও বলেন, মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদের মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, যেখানে-সেখানে চেয়ার দিতে হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে এ ছাত্র নেতা বলেন, আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভান্ডার থাকে, তাহলে যে কোনো জায়গায় আপনি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন।
আই/এ