রাজনীতি

এটিএম আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

ছবি: সংগৃহীত

জামায়াত নেতা জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না- সে বিষয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদেশ দেবেন আপিল বিভাগ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। 

আদালতে এ টি এম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। 

২০১৪ সালের ৩০ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপর ২০১৯ সালের ২৩ অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন