এশিয়া

দক্ষিণ কোরিয়ায় সেতু ধসে তিনজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার এক্সপ্রেসওয়ের নির্মাণকালে সেতু ধসে তিনজন মারা গেছেন।  গুরুতর আহত হয়েছেন সাতজন।  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নিতে জরুরি নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।

 

স্থানীয় গণমাধ্যমের এক ভিডিও ফুটেজে সেতুর একটি অংশ ভেঙে পড়া এবং বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে। সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার দক্ষিণে চিওনানে এই দূর্ঘটনা ঘটে। 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন