ভেদাভেদ সৃষ্টি না করে ঐক্যের আহ্বান সেনাপ্রধানের

নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে ঐক্যের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নিজেদের মধ্যে সমস্যা থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, 'আমরা চাই, দেশ-জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসবো।’ বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হিসেবে ‘একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত’ বলেও জানান তিনি।
সেনাপ্রধান বলেন, 'আজ একটা বেদনাবিধুর দিবস। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৭ জন চৌকস অফিসারকে নয় আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। আপনারা অনেকে ছবিতে এ দৃশ্য দেখেছেন, তবে আমি এ বর্বরতার চাক্ষুষ সাক্ষী।
বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যুক্তদের কোনও ছাড় দেওয়া হবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না। এই বিদ্রোহের সঙ্গে সত্যি যারা যুক্ত, সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে।'
তিনি আরও বলেন, যেসব সদস্য শাস্তি পেয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত ছিল কি না, বাইরের কোনো শক্তি জড়িত ছিল কি না সেটা কমিশন বের করে জনগণকে জানাবেন
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, ‘পুলিশ সদস্যরা কাজ করছেন না। অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, অনেকে জেলে রয়েছে; তারা আতঙ্কিত।’
এসময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, ১৮ মাসের মধ্যে (নির্বাচন) করতে, সরকার হয়তো সেই দিকেই যাচ্ছে।’
নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান।
এমএ//