আন্তর্জাতিক

‘অচলাবস্থার মধ্যে’ পড়া ইইউ’কে উদ্ধারের উপায় জানাল তুরষ্ক

তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ছবি: সংগৃহীত

‘অচলাবস্থার মধ্যে’ পড়া ইউরোপীয় ইউনিয়নকে একমাত্র তুরষ্কই উদ্ধার করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে তুর্কি  প্রেসিডেন্ট বলেন,  ইউরোপীয় ইউনিয়ন যে ‘অচলাবস্থার’ মধ্যে পড়েছে তা থেকে কেবল তুরস্কই তাকে উদ্ধার করতে পারে। ইউনিয়নে তুরস্কের পূর্ণ সদস্যপদই এটিকে বাঁচাতে পারে এটিই তার প্রয়োজনীয় প্রাণশক্তি।  ইইউ যত তাড়াতাড়ি এই বাস্তবতার মুখোমুখি হবে, ততই ভালো হবে। আঙ্কারা ইইউতে যোগদান প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী বলেও  তিনি জানান।

দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ২০১৬ সালে এ আলোচনা স্থগিত হয়ে যায়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন