ক্যাম্পাস

চুয়েটের চার শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়,  চার শিক্ষার্থীরর মধ্যে তিনজন পুরকৌশল বিভাগের ও অন্যজন যন্ত্রকৌশল বিভাগের। 

গেলো রোববার রাত ৮টা ৪০ মিনিটে চুয়েটের শহীদ মোহাম্মদ শাহ হলে অভিযান চালায় কর্তৃপক্ষ। অভিযানে হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা একটি কক্ষে চার শিক্ষার্থী ও দুই ক্যান্টিন বয়কে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। এসময় ওই কক্ষ থেকে ২০ গ্রাম গাঁজা ও ৫০০ মিলিলিটার মদ জব্দ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের কললিস্টে ক্যানটিন বয়দের সঙ্গে যোগাযোগের প্রমাণ মেলে। এক ক্যানটিন বয়ের মোবাইলেও শিক্ষার্থীদের মদপানের ভিডিও পাওয়া যায়। 

পরে হল প্রভোস্ট জরুরি  সভায়  চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। পাশাপাশি আসছে ১১ মার্চের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন