৩৬ টাকা কেজিতে সুইজারল্যান্ড থেকে গম কিনছে সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সরবরাহ অব্যাহত রাখতে, সুইজারল্যান্ড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার । প্রতি কেজি গমের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে আমদানির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন এবং জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে আট লাখ টন গম আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আমদানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য আহ্বান করা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মধ্যে সুইজারল্যান্ডের মেসার্স অ্যাস্টন অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এসএ প্রতিষ্ঠানটি সবচেয়ে রেসপনসিভ প্রমাণিত হয়েছে এবং তারা এই গম সরবরাহ করবে।
প্রতি টন গমের দাম ২৯৫.২১ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। মোট ৫০ হাজার টন গমের জন্য ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৫০০ ডলার অর্থাৎ ১৮০ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকা ব্যয় হবে। এই দাম অনুযায়ী প্রতি কেজি গমের ক্রয়মূল্য হবে ৩৬ টাকা ২ পয়সা।
এমএ//