ক্রিকেট

বৃষ্টির কারণে পরিত্যাক্ত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচ

বৃষ্টির কারণে একটি বল হওয়া তো দূর, টসই হলো না দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে। অপেক্ষা শেষে ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত হিসেবে। ফলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবার কথা ছিলো বাংলাদেশ সময় দুপুর তিনটায়।  

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের ওঠার পথ সহজ হলো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। যদিও সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো আছে ‘বিগ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের

আগামীকাল মাঠে নামবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচে জয়ী দলের সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। আর যে দল হারবে তার নিশ্চিত হবে বিদায়।  

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ডে।  আর আফগানিস্তান হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।  এই দুই দলের পয়েন্ট এখনো শূন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠবে

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন