দেশের অর্থনীতি কামব্যাক করাটা মিরাকল : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানো একটা মিরাকল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল এবং যে কোনো সময় ধসে পড়তে পারত।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, এনার্জি খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানে লুটপাট হয়েছে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ চলছে। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহের জন্য কূপ খনন বাড়ানো হবে।
শফিকুল আলম আরও বলেন, বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হবে। এই বন্দর আধুনিক না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। পুনরায় রপ্তানির সুযোগ বাড়াতে বন্দরের উন্নয়ন জরুরি। এ বিষয়ে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।
তিনি অভিযোগ করেন, সরকারের অপ্রয়োজনীয় খরচের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৬০টি মডেল মসজিদ অতিরিক্ত ব্যয়ে নির্মাণ করা হয়েছে, যা কম খরচে সম্ভব ছিল। একটি মসজিদ নির্মাণে ১৫-১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা স্থানীয়ভাবে ৩ কোটি টাকায় করা যেত। এটি জনগণের অর্থের অপচয়।
ব্যাংক খাতের দুর্নীতি নিয়ে তিনি বলেন, ব্যাংকের টাকা লুট হয়েছে। এক সাবেক মন্ত্রীর ব্যক্তিগত স্বার্থে টানেল নির্মাণ করা হয়েছে। বাজেটের বড় অংশ বিদেশি ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে। অপচয় কমাতে কর বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছে। রেভিনিউ ব্যবস্থাপনা সঠিক ছিল না। বিগত সরকার অর্থ অপচয় করেছে। সঠিক পরিকল্পনা ছাড়া রেললাইন নির্মাণ করা হয়েছে, যেখানে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করে। এটি জনগণের অর্থের অপব্যবহার।
এসি//