ফুটবল

কোচের ঘাড় চেপে ধরে যে শাস্তি পেলেন মেসি

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রেফারির আলেক্সিস দা সিলভার  উপর ক্ষেপে যান লিওনেল মেসি।  এসময় রেফারির সঙ্গে উপ্ত হয়ে বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। রেফারি তাকে সেখান থেকে চলে যেতে বললেও চুপ করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

একপর্যায়ে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।  কার্ড দেখে মাঠ ছাড়ার সময় নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুশি কিছু একটা বলেন মেসিকে।  তার কথা শুনে মেসি ছুটে যান তার দিকে।  এসময় ইন্টার মায়ামি দুজন সহকারী কোচ বালুশিকে থামানোর চেষ্টা করেন। তখন মেসি সেখান থেকে চলে যাওয়া শুরু করেন।

কিন্তু বালুশি কথা শুনে আবার মেসি তার দিকে ফিরে যান।  এক পর্যায়ে ডান হাত দিয়ে বালুশির ঘাড়ে জোরে চেপে ধরেন।

গেলো ২৩ ফেব্রুয়ারি নিউইয়োর্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে এমন আচরণ করায় আর্থিক জরিমানা করা হয় মেসিকে।  শুধু আর্জেন্টাইন তারকাই নন এই ম্যাচে লুইস সুয়ারেজও এক খেলোয়াড়ের ঘাড়ে হাত দেওয়ার জন্য আর্থিক জরিমানার মুখে পরেন।  মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাদের এই শান্তি দেন।

 

শান্তি পাওয়ার একদিন পরই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে কানসাস সিটির বিপক্ষে গোল পেয়েছেন মেসি ও সুয়ারেজ দুজনই।  ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয়ের ম্যাচে ১৯ মিনিটে মেসি আর প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন সুয়ারেজ। 

এ সম্পর্কিত আরও পড়ুন