আইন নিজ হাতে তুলে না নিতে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

জনগণকে আইন নিজ হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও 'খামারি' অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি পুলিশকে বলবো আরও সক্রিয় হতে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানো হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’
এদিন ভোরে পুলিশের টহল কার্যক্রম দেখতে বের হয়েছিলেন তিনি। তার বারিধারার ডিওএইচএস-এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। পরে নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত আসেন।
এ ব্যাপারে তিনি বলেন, সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য আমি ভোরেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছি।
সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ, র্যাবের পাশাপাশি এখন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ//