আন্তর্জাতিক

খনিজ চুক্তি হচ্ছে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের; ট্রিলিয়ন ডলারের আকার চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ই্উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছবি: সগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরণের খনিজ চুক্তি করতে আসছে শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, এই চুক্তি হলে ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যকার তিক্তম্পর্কের অবসান হতে পারে।  

কিয়েভের এক কর্মকর্তা জানিয়েছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য চুক্তিতে বলা হতে পারে,  কিয়েভের খনিজ সম্পদের ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্র ও ইউক্রেন মিলে করবে।  সেখান থেকে পাওয়া অর্থ  দুই দেশ ভাগ করে নেবে।

এর আগে ৫০ হাজার কোটি ডলারের বেশি খনিজ সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ ছয় হাজার কোটি ডলার দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প বলেছেন, এটা ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে পারে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন