সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের ব্যবসা-বিনিয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দার একটি হোটেলে ‘সৌদি আরবের ভিশন ২০৩০: বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের অয়োজন করে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন।
সেমিনারে দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারের উদ্দেশ্য হল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করা।
কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করা বিষয়ে বিভিন্ন পরামর্শ উঠে আসে।
এছাড়া, প্রবাসী পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ হতে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের বিষয়গুলোও সেমিনারে প্রাধান্য পায়।
সেমিনারে বক্তারা সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশী বিনিয়োগে আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও যৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা সৌদি আরবে বাংলাদেশি পণ্যের সম্ভাবনাময় বাজার রয়েছে বলে রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলকে অবহিত করেন।
সেমিনারে সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ী ছাড়াও জেদ্দা কনস্যুলেট জেনারেলের উচ্চ পদস্থ কর্মকর্তা, বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সৌদিপ্রবাসী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর//