দেশজুড়ে

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে মো. হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, মো. হৃদয় ও তার বন্ধুরা ট্রেনের ছাদে দাঁড়িয়ে দুই হাত তুলে লাফালাফি করছিলেন। এ সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। প্রথমে স্থানীয়রা তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. হৃদয় কক্সবাজার জেলার মো. ইলিয়াছের ছেলে। তিনি কক্সবাজারগামী ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় সেন জানান, আহত হৃদয়ের অবস্থা গুরুতর ছিল। তাই তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘কক্সবাজারগামী ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন