খেলাধুলা

অর্জনহীন অংশগ্রহণে শেষ শান্তদের চ্যাম্পিয়নস ট্রফি!

বাংলাদেশ ও পাকিস্তান- দুই দলের জন্যই ছিল চ্যাম্পিয়নস ট্রফির শেষ ম্যাচ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। টস করার সুযোগও পাননি দুই দলের অধিনায়ক।

পরিত্যক্ত হওয়ায় একটি করে পয়েন্ট পেয়েছে দুই দল। নেট রানরেটে সামান্য এগিয়ে থাকায় বাংলাদেশ টেবিলের তিনে অবস্থান করছে। আর পাকিস্তান আছে চারে।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল গত ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় লাল-সবুজের দল। এর পরের ম্যাচ বাংলাদেশ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি। এই ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয় নাজমুল হোসেন শান্ত’র দল।

এই দুই ম্যাচ হেরেই মূলত বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হলেও ম্যাচটি পরিত্যক্ত হলো।  

গ্রুপ-এ তে সবচেয়ে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। দুই ম্যাচের দুইটিতে জিতে তাদের পয়েন্ট চার। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তারাও দুই ম্যাচের দুইটিতেই জিতেছে। তবে নেট রানরেটে কিউইদের থেকে কিছুটা পিছিয়ে আছে। এই দুই দল তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আগামী ২ মার্চ। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন