দিল্লি ক্যাপিটালসের নতুন পরামর্শক পিটারসেন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন। দিল্লির ম্যানেজমেন্টে রয়েছেন; হেমাং বাদানি (প্রধান কোচ), ম্যাথু মট (সহকারী কোচ), মুনাফ প্যাটেল (বোলিং কোচ) ও ভেনুগোপাল রাও (ক্রিকেট পরিচালক)। তাদের সঙ্গেই যোগ দিচ্ছেন এই ৪৪ বছর বয়সী ইংলিশ পিটারসেন।
আইপিএলে এটি পিটারসেনের প্রথম কোচিং অভিজ্ঞতা হতে যাচ্ছে। তিনি সবশেষ এই লিগ খেলেছেন ২০১৬ সালে। পিটারসেন বলেন, ‘ক্যাপিটালসের পরামর্শক হিসেবে যোগ দেয়ার এই সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দের।‘
পিটারসেন ২০০৯ সাল থেকে ৩ টি আইপিএল টুর্নামেন্ট খেলেছেন। যেখানে দিল্লির (দিল্লি ডেয়ারডেভিলস) হয়েও খেলেছেন তিনি। পিটারসেন ১৭ টি ম্যাচে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
এমএইচ//