প্রথমবারের মতো সরকারের উচ্চ মহলের স্বিকারোক্তি
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা : খলিলুর রহমান

দেশের সীমান্ত সুরক্ষা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ৯০ শতাংশ দখল করে থাকা আরাকান আর্মির সঙ্গে ঢাকা যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো সরকারের উচ্চ মহল থেকে স্বীকার করা হলো যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে রোহিঙ্গাদের বিষয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, ‘আমার বেশির ভাগ কাজই প্রকাশ্যে বলার মতো নয়। দ্রুত অনেক ঘটনা ঘটছে এবং পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। মানুষ মনে করে আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এর একটি কারণ হচ্ছে এটি আগে বলা হয়নি।’
তিনি বলেন, ‘যেদিন আরাকান আর্মি সীমান্তে তাদের পতাকা উত্তোলন করেছিল, সেদিনই বুঝতে পেরেছিলাম যে এটি একটি নতুন বিশ্ব। ফলে তাদের সঙ্গে যুক্ত হতে হবে। এটি আমাদের সীমান্ত এবং আমাদের এটিকে রক্ষা করতে হবে, সুরক্ষিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা অন্য প্রান্তে যে আছে, তার সঙ্গে সহযোগিতা করে কাজ করব। আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি।’
তিনি আরও জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের আগে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন। পরে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আরাকান আর্মির জন্য একটি বিবৃতির খসড়া তৈরি করেন তারা। সেখানে বলা ছিল যে আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
সরকারের এ কর্মকর্তা বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে জাতিসংঘ মিয়ানমার বিষয়ক দূত, জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের জন্য বাংলাদেশ সফর কোনও আকস্মিক ঘটনা নয়। এটির পেছনে অনেক কিছু করতে হয়েছে।’
আলোচনায় আরও বক্তব্য দেন সেন্টার ফর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্সের (সিবিজিএ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান মো. শামসুদ্দিন, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্সের (এআরএনএ) চেয়ার নুরুল ইসলাম, মিয়ানমারের বাইরে থেকে পরিচালিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মানবাধিকার মন্ত্রণালয়ের উপমন্ত্রী অং কিয়াও মো প্রমুখ। সমাপনী বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরী।
আই/এ