বাংলাদেশ

বাংলাদেশে রোজা শুরুর তারিখ জানা যাবে শনিবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে রোজা কবে থেকে শুরু হবে, সেহরি খেতে হবে কবে- তা শনিবার সন্ধ্যায় জানা যাবে। শনিবার (১ মার্চ) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার বাংলাদেশের আকাশে কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ নম্বরে ফোন করে কিংবা ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়াও সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

শনিবার যদি চাঁদ দেখা যায় তবে রোববার (২ মার্চ) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন