জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাসহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাইন আন্দোলনে শহীদের পরিবার ও আহতরা উপস্থিত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
গাজীপুর থেকে এসেছেন মধ্যবয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা তরুণদের দিকে তাকিয়ে আছি। নতুন বাংলাদেশে তাঁরাই আমাদের পথ দেখাবে।’
ঢাকা কলেজ থেকে এসেছেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে।’
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীরাও উপস্থিতি হয়েছেন।
আই/এ