আন্তর্জাতিক

পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলায় নিহত ৬, আহত ২০

ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আকরা খাতাক জেলার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় জুমার নামাজে বোমা হামলা হয়েছে। তালেবান সমর্থিত প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৬ জন ও আহত হয়েছেন ২০ জন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদসংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।  

আহতদের মধ্যে আছেন মাদ্রাসাটির প্রধান ও তালেবানের জনক প্রয়াত মাওলানা সামি-উল -হকের ছেলে মাওলানা হামিদ-উল-হক । আঞ্চলিক পুলিশ প্রধান নাজিবুর রহমান জানান, হক মুমূর্ষু অবস্থায় আছেন। আর খাইবার পাখতুনখাওয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল জুলফিকার হামিদ বলেন, এটি একটি আত্মঘাতী হামলা, যা মাওলানা হামিদ-উল-হককে লক্ষ্য করে চালানো হয়েছে।

শুক্রবার জুমার নামাজ চলাকালীন একটি গেইট দিয়ে হামলাকারী প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায় এ হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।  

১৯৯০ সালে শুরু হওয়া তালেবান আন্দোলনের সূতিকাগার বলা হয় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসাকে। প্রতিষ্ঠানটি মূলত জিহাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। এর প্রতিষ্ঠাতা মাওলানা সামি-উল -হক ২০১৮ সালে বোমা হামলায় মারা যান।     

কয়েক বছর ধরে পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে অনেকেই মারা গেছেন। 

 

এনএস/    

   

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন