বিনোদন

মা হচ্ছেন কিয়ারা আদভানি

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন থেকেই বলিউড লাইমলাইট থেকে দূরে আছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। মুক্তি পেতে যাওয়া নতুন চলচ্চিত্রের প্রচারেও দেখা যায়নি তাকে। এই নিয়ে যখন চারদিকে শোনা যাচ্ছিলো নানা গুঞ্জন, উঠেছিলো নানা প্রশ্ন, ঠিক তখনই জানা গেলো এর কারণ। শোনা যাচ্ছে নতুন অতিথি আসছে কিয়ারা-সিদ্ধার্থের ঘরে। অর্থাৎ মা হতে চলেছে বি. টাউনের এই অভিনেত্রী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন কিয়ারা। দুইজোড়া হাতের মাঝে রাখা এক জোড়া মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।’  

পোস্ট শেয়ার করার সাথে সাথেই মন্তব্যঘর ভরে গেছে ভক্তদের শুভকামনায়। হবু বাবা-মার জন্য সকলেই পাঠিয়েছেন একরাশ ভালবাসা ও অভিনন্দন।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাঁকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের।

রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও। 

কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। সেই সম্পর্কে বিচ্ছেদের পর 'শেরশাহ' ছবিতে একসাথে কাজ করেন কিয়ারা-সিদ্ধার্থ। শেরশাহের অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন দুজনে। তারপর বন্ধুত্ব, প্রেম, বিয়ে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন