বিয়েতে মায়ের কাছ থেকে যা উপহার পেলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারির ২৪ তারিখে ঢাকার কাছের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিশেষ দিনটিতে মেহজাবীন তার মায়ের শাড়ি পরেছিলেন, যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানান।
মেহজাবীন তার পোস্টে লেখেন, "আমাদের আকদ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হয়।'
আদনান ও আমি আমাদের পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এটি ছিল আমাদের জীবনের একটি বিশেষ দিন যা আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আরো অর্থবহ হয়।"
বিয়ে দেওয়া মায়ের উপহার নিয়ে তিনি বলেন, "আমার মা তার আকদ অনুষ্ঠানে যে শাড়ি পরেছিলেন, সেটি আমাকে উপহার দিয়েছেন। সেই বিশেষ শাড়িটি পরতে পেরে আমি অনেক আনন্দিত। মায়ের কাছ থেকে পাওয়া এটি সবচেয়ে সুন্দর উপহার।"
মেহজাবিন বলেন, ‘আমাদের জীবনের বিশেষ দিনটি আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’
এমএ//