দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে সতর্কবার্তা দিলেন সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, তারা যেন কোনো অপরাধীর জন্য থানায় বা বিচারকের কাছে সুপারিশ নিয়ে না যান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সতর্কবার্তা দেন।
সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত এবং কাউকে প্রতিপক্ষ মনে করা উচিত নয়।
তিনি বলেন, 'বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলগুলোকে এগিয়ে যেতে না দেয়, তাহলে আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। তার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি।’
পারস্পরিক সম্মান রেখে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘৫ আগস্ট খুনি শেখ হাসিনা পালানোর পরে যে স্বপ্ন দেখেছিলাম, সেটা পূরণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যুক্তি তর্ক থাকবে, কিন্তু দেশের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত।’
এমএ//