ক্যাম্পাস

কেন্দ্র ঢাকায়, ভর্তিচ্ছু সিলেটে, যেভাবে দিলেন পরীক্ষা

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি), দেশের পাঁচটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষা একযোগে সম্পন্ন হয়। 

এক পরীক্ষার্থী অসাবধানতাবশত ঢাকার নির্ধারিত কেন্দ্রের পরিবর্তে শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিত হয়। ফলে তার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। তবে ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা তাঁর পাশে দাঁড়ায়

জানা যায়, মুশফিকা নাজনীন ছোয়া নামের শিক্ষার্থী শাবিপ্রবির ‘এ’ ইউনিটের জন্য আবেদন করেছিলেন। বরিশালের বাসিন্দা মুশফিকার ঢাকার সরকারি ল্যাবরেটরি স্কুলে পরীক্ষার কেন্দ্র নির্ধারিত থাকলেও ভুল করে শাবিপ্রবি কেন্দ্রে চলে আসেন। 

এব্যাপারে শিবিরের সহায়তা কেন্দ্রে জানানো হয়। ছাত্রশিবিরের কর্মীরা ভর্তি কমিটির সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেন।

মুশফিকার অভিভাবক মোস্তাফিজুর রহমান সানু বলেন, ঢাকায় কেন্দ্র থাকলেও তাঁরা ভুলবশত শাবিপ্রবিতে চলে আসেন। তখন শিবিরের নেতাকর্মীরা তাঁদের সহায়তা করে শাবিপ্রবির কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ‘একজন শিক্ষার্থী ভুল করে তার নির্ধারিত কেন্দ্র থেকে শাবিপ্রবিতে চলে আসে। আমরা ওই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।’

শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন জানিয়েছেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে এবং তারা ওই শিক্ষার্থীর পাশে থাকার চেষ্টা করেছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন